দিন কাটে তার বোঝা টেনে
অল্প অর্থ পায়,
সুখে-দুঃখে এমনি করে তার
দিন চলে যায়।
ঘাড়ে-পিঠে বোঝা থাকে
কষ্ট যদিও হয়,
পরিবারের মুখ পানে চেয়ে
মানে না পরাজয়।
চৈত্র মাসের রোদের তাপে
ঘাম ঝড়ে টপটপ,
ক্লান্ত দেহে শ্রান্ত হয়ে
বয়ে চলে চুপচাপ।
ছোট বোঝা টানলে তবে
কষ্ট কম বটে,
কিন্তু ভাই.. পারিশ্রমিকও তো
কম পায় তাতে।
বড় বোঝা হলে তা-ও পায়
টাকা একটু বেশি,
কষ্ট হলেও তাই বহন করে
মুখে ফুটে হাসি।
অল্প আয়ে ঘরে ফিরে যেদিন
চিন্তার ছাপ মুখে,
ছেলে-মেয়েদের মুখ পানে চেয়ে
জরিয়ে নেয় বুকে।
তাদের দিনগুলো বড্ড কঠিন
আমরা তো না বুঝি,
তাদের পাশে না থেকে যেন
সভ্যতার উন্নতি না খুঁজি।