খারাপ দিনে ছিলো পাশে
যায়নি তোমায় ছেড়ে,
ভুল করো না তার উপকারের
প্রশংসা না করে।
দুঃসময়ে পাশে থেকে যারা
সাহস জোগায় বুকে,
কৃতজ্ঞতা জানাও তাদের
থাকবে তুমি সুখে।
আপন স্বার্থ ত্যাগ করে যারা
তোমার বিপদে ছুটে,
দূরে থেকেও সালাম জানাও
জড়িয়ে নেও বুকে।
রক্ত হলেই আপন হয় না
আপন চেনো বিপদে,
তখন যারা এগিয়ে আসে
আপন ভাবো তাদেরে।
একবার হলেও তোমার জীবনে
উপকার করেছিল যারা,
চুপ থেকো না বিপদে তাদের
কখনো যদি ডাকে তারা।