কৃপণ জামাই থাকলে ঘরে কী যে মহাবিপদ!
সব কাজে তার কৃপণতা বড় এক আপদ।

শখ করে বউ বললো হেসে আনতে বড় মাছ,
তা শুনে সে নিয়ে এলো ছোট্ট পুঁটি মাছ।
ঘরে এসে যুক্তি দিল, 'সময় হবে নষ্ট,
বড় মাছ কাটতে তোমার হবে অনেক কষ্ট।'

বছর শেষে আবার ফের ঘনিয়ে এলো ঈদ,
বউয়ের আবদার শুনে জামাইর বেড়ে গেল জিদ।
শাড়ি, জামা লাগবে কত লাগবে গহনা,
জামাই বললো, 'এসব ছাড়াই বেশ তুমি অহনা।'

বহুদিন পর জামাই-বউ যাবে শ্বশুরবাড়ি ,
বউ বললো, 'মিষ্টি নিও, দই নিও দুই হাঁড়ি।'
জামাই ভাবলো, 'অনেক খরচ! হয়ে যাব কাবু।'
'এসব খেলে অসুখ হবে বলেছে ডাক্তার বাবু।'

শ্বশুরবাড়ি আসার পরে বউ করলো যুক্তি,
কৃপণ জামাই শিক্ষা দিয়ে পেতে হবে মুক্তি।
জামাই এবার পায় না খেতে দামি মাছ-মাংস,
বউ বললো, 'এসব হলো বিষের এক অংশ।'

জামাই এবার বুঝলো শেষে, হেরে গেল সে!
'কৃপণতা আর হবে না।' বললো বউকে হেসে।