যা কিছু আমি করেছি কামাই
রয়ে যাবে সব,
শুধু যাবে আমলটুকু
যা দেখবে আমার রব।
কত টাকা বাড়ি, গাড়ি
রেখে যাব সব,
যাব আমরা কবর বাড়ি
আপন হবেন রব।
কত আপন আশেপাশে
কেউ হবে না সাথী,
একলা আমি যাব তবে
থাকবে নাতো বাতি।
কাঁদবে সবাই, দেখবে আমায়
দেবো না আমি সাড়া,
কেউ রাখবে না মনে আমায়
মা জননী ছাড়া।
যেথায় আমি যাব চলে
আসবো না আর ফিরে,
পেছন থেকে ডাকবো না আর
যাব তোমাদের ছেড়ে।
পারিনি আমি দিতে কিছু
রাখবে যে মনে,
তবুও আমায় স্মরণ করে
রেখো দোয়াতে।