আকাশে ভাসছে খুশির বাতাস
আসবে নতুন মাস,
পাপী তাপীর ঝড়বে গুণাহ
সবাই থাকবে উপবাস।
রবের ভয়ে করবে আমল
পাবে সবাই মাফ,
এই মাসেতে ঝড়ে পড়ুক
সকল উম্মাহর পাপ।
মুমিন হৃদয় ছেয়ে যাবে
রহমতের সুপ্ত হাওয়া,
বরকত হোক সকল রিজিক
সবার-ই তাই চাওয়া।
পবিত্র হবে পুরো ধরা
খুশিতে হাসবে মন,
তওবা করবো রবের সাথে
এটাই সবার পণ।