কেউ হয়তো ভালো গল্প লিখে,
কেউ আবার গান গায় ভালো।
কেউ আবার সংসারের কাজে মনোযোগী
তার কাজেই সংসারে জ্বলে আলো।
কেউ আছে ক্লাসে প্রথম হয়,
কেউ ক্রিকেট খেলে করে নাম।
কেউ আবার ভালো রান্না করে
তাই ঘরে তার অনেক দাম।
কেউ ফুটবলে হয় সবার সেরা,
কেউ আবার কাবাডিতে দক্ষ।
কেউ আবার ভালো বক্তৃতা দেয়
সবাই নেয় তার পক্ষ।
কেউ আছে খুব ভালো বানায় পিঠা,
কেউ আবার সেলাতে পারে কাঁথা।
কারো বাচন-ভঙ্গি দেখার মত
সবাই শুনে তার কথা।
কেউ কবিতা লিখে মন জুড়ানো,
কেউ লিখে যায় গান।
কেউ আবার ভালো আবৃত্তি করে
শুনে জুড়ায় সবার প্রাণ।
কেউ আছে ভালো দৃশ্য আঁকে,
কেউ বই পড়াতে এগিয়ে।
কেউ আছে সবার বিপদে ছুটে
সবার উপকারে যায় দৌড়িয়ে।
এমনি সবার প্রতিভা আছে
কেউ ছোট নয় কারো।
হিংসা-বিদ্বেষ, ভেদাভেদ ভুলে
সবাই চেষ্টা করো অহরহ।