বিয়ে করবে না পণ করেছে
মেয়ে দেখতে কালো,
কে-ই বা জানে মেয়ের যে গুণ
তা সবার চেয়ে ভালো।
দেখতে মেয়েটি কালো হলেই
বিয়ে করবে না তবে,
অথচ দেখো দিনশেষে তারাই
ভালো মেয়ে খুঁজে সবে।
কালো মেয়েটিও গুণী হয়
কয়জনে তা বুঝে?
বোকার মতো ভদ্র বাবুরা
ফর্সা মেয়ে খুঁজে।
কালো মেয়েটির কন্ঠ শুনে
অবাক সবাই হয়,
চরিত্র তার ফুলের মতো
পবিত্র তাদেরই কয়।
ফর্সা মেয়েটিও হতে পারে
অলস খাঁচার পাখি,
কালো মেয়েটি ঘরের কাজে
দেয় না কখনো ফাঁকি।
স্বভাবে ভালো কালো মেয়েটি
দশ গ্রামে নামী,
ফর্সা হলেই তো হয় না তবে
ভালো কিংবা দামী।
করো না হেলা কালো মেয়েকে
সাদরে নিও বুকে,
সারাটি জীবন দুঃখ বিনা
থাকবে তুমি সুখে।