পৃথিবীতে আছে কত ইসলামের ইতিহাস
যুগে যুগে কাফেরেরা করে কত উপহাস,
মুসলিম এক জাতি ছিল না তো বদ্ধ
বড় এক ইতিহাস উহুদের যুদ্ধ ।
মদিনার কাছাকাছি বড় এক পাহাড় আছে
উহুদ হলো নাম তার, তারই পাদদেশে,
যুদ্ধ হলো শুরু, তা বড় ঘটনা
সাহসী মুসলিম আর কুরাইশ সেনা।
বদরের যুদ্ধে কুরাইশ হেরে যায়
প্রতিশোধ নিতে তারা যুদ্ধের ডাক দেয়,
কুরাইশ দলনেতা আবু সুফিয়ান ছিল
যুদ্ধের ঘোষণা চারিদিকে দিয়ে দিল।
মুসলিম দলনেতা পৃথিবীর সেরা মানুষ
যুদ্ধের ব্যাপারে সবাইকে দিতো সাহস,
আল্লাহর প্রিয় তিনি, ডেকেছেন আহমদ
আমাদের ভালোবাসা সে যে মুহাম্মদ। (স.)
মদিনার নেতাদের আলাপ আলোচনা হয়
প্রস্তুতি নিয়ে নিল এলো যুদ্ধের সময়,
কুরাইশ বাহিনী এগিয়ে যায় পাহাড়ে
লোক ছিল অনেকে প্রায় তিন হাজারে।
মুসলিম বাহিনীর সংখ্যায় ছিল কম
তারা ছিল সংখ্যায় প্রায় সাত’শ জন,
প্রিয় নবী মুহাম্মদ শেখালেন পদক্ষেপ
এখানেই শিক্ষা, আছে বড় আক্ষেপ।
পেছন থেকে যদি, আঘাত করে তারা
তাই প্রিয় নবী পাঠালেন পাহারা,
তীরন্দাজ বাহিনী পাঠালেন পাহাড়ে
কখনো যাবে না, যাবে না আহারে।
মুসলিম বাহিনী প্রথমে সফল হয়
কুরাইশ বাহিনীর হয় ঠিক পরাজয়,
এরপরে ঘটে যায় দুঃখের কাহিনী
স্থান ত্যাগ করে তীরন্দাজ বাহিনী।
তীরন্দাজ বাহিনী সরে যাওয়ার কারণে
খালিদ বিন ওয়ালিদ আঘাত করে পেছনে,
এই পরিবেশ দেখে, ছুটাছুটি দিকে দিকে
তখন ঐ ময়দানে আহত অনেকে।
নবীজির চাচাজান শহীদ হন সেখানে
অনেকের দেহ আরো পড়ে রয় এখানে,
তবে যুদ্ধ শেষে কুরাইশ বাহিনী
ব্যর্থ হয়ে যায়, এই হলো কাহিনী।
যুদ্ধের ময়দানে তীরন্দাজ বাহিনী
নবীজির কথা মত, কথা তারা রাখেনি,
তাই তো শত্রুরা, সুযোগ পেয়েছে
আঘাত করেছে আর কষ্ট দিয়েছে।
এই যুদ্ধের মাঝে আছে এক শিক্ষা
যারাই মানবে তা, পাবে বড় দীক্ষা,
নবীজি যা বলেন, তাই সত্য হয়
যারাই মানবে তাঁকে তাদের হবেই জয়।