যোগ্য নেতা আসুক এবার
আমার সোনার দেশে,
সব নেতারা চুষে খেয়েছে
সাধু-ভদ্র বেশে।

এমন নেতা আসুক যে-জন
করবে না দুর্নীতি,
জনগণকে ধোঁকা দিয়ে
করবে না রাজনীতি।

চাঁদাবাজ আর ভণ্ড নেতা
আমরা চাই না আর,
যোগ্য নেতা আসলে দেশে
শান্তি আসবে সবার।

যোগ্য নেতার শাসন হলে
দেশে আসবে আলো,
ভণ্ড নেতার ধ্বংস হবে
কাটবে দেশের কালো।