ঘুমিয়ে তোরা থাকিস না আর
উঠরে জোয়ান জেগে,
সব জালিমের আস্তানা ভাঙ
ছুটরে ঝড়ের বেগে।
কোথায় গিয়ে লুকায় ওরা
বের কর রে খুঁজে,
প্রতিশোধ নে অতীতের সব
একে একে সব বুঝে।

মনে করে দেখ আঘাত সেসব
করেছিল যারা তোকে,
স্বার্থের টানে ছুঁড়েছে গুলি
তোর ভাইদের বুকে।
মায়েদের কোল খালি করে
যারা হেসেছিল উল্লাসে,
জেগে উঠ আজ ধরতে তাদের
নেমে পড় তল্লাসে।

তোর হাতে যে ক্ষত চিহ্ন
মুছে ফেল আজ তা,
তোর দিকে যে তাকিয়ে আছে
পুরো এই দেশটা।
তোর মুখে যে হাসির রেখা
হাসিস নারে আর,
তোর মুখে আজ শুনবে সবে
জেগে ওঠা হুঙ্কার।

জাগ রে সবে ধর রে কাঁধে
স্মরণে রাখ আল্লাহকে,
লড়বি তোরা ঝড়বে ওরা
দেখিয়ে দে বিশ্বকে।
যুদ্ধ করে বাঁচতে হবে
তুই যে মুসলমান,
তোর ভয়েতে পালাবে ওরা
আছে যত বেঈমান।