প্রচণ্ড ভালোবাসা পেয়েও যে মানুষ ছেড়ে যেতে পারে
সে জীবনে হেরে গেল।
সে হারিয়ে ফেলেছে জীবনে পাওয়া সবচেয়ে দামি জিনিসটি।
মানুষ অর্থ হারায়,
সম্পদ হারায়, হারায় দামি অলঙ্কার।
তবে একটা সময়ে এসে সে এসব ফিরে পায়
কিংবা তার চেয়েও বরং বেশি পায়।
কিন্তু ভালোবাসা এবং ভালোবাসার মানুষ
জীবনে এমন এক সম্পদ -
যা একবার হারালে আর পাওয়া সম্ভব হয় না।
ভালো মানুষ পাওয়া যায়,
ভালো জায়গা পাওয়া যায়,
তবে ভালোবাসা এবং সেই মানুষটি পাওয়া যায় না।
পৃথিবীতে যেমন কারোর চেহারার মিল থাকে না,
পাওয়া যায় না আঙুলের ছাপের মিল,
তেমনি ভালোবাসার অনুরূপ ভালোবাসা পাওয়া যায় না।
তাই তো মানুষ হাজারো মানুষের ভিড়ে
একটি মানুষকেই আগলে রাখতে চায়।
কিন্তু যারা পেয়েও ছেড়ে যায়!
তারা পৃথিবীতে হেরে গেল।
যে চায় ভালোবাসতে, আগলে রাখতে
তাকে ছেড়ে যাওয়া মানে-
নিজের জীবনে নিজেই হার মেনে নেওয়া।
কেউ ভালোবাসা পায় না,
কেউ আবার পেয়েও চায় না।
তবে বলতে হয়,
যে হারায় সে-ই ঠকে।