আপনার চোখে আমি এক অমল আলো দেখি,
যে আলোতে আপনায় দেখে আমি প্রেম কাব্য লিখি।
চোখের গভীরে লুকিয়ে থাকে কত শত কথা,
যেন মধুর সুরে বাঁধা এক আমায় পাওয়ার ব্যথা।
আপনার চোখে লুকিয়ে থাকা অব্যক্ত সব ভাষা,
আমার মধ্যে জাগিয়ে তোলে অফুরন্ত আশা।

আপনার চোখ যেন সাগরের নীল গহীন,
যেখানে হারিয়ে যেতে চাই আমি প্রতিদিন।
যেন বসন্তের ফুল ফুটে আপনার সেই দৃষ্টিতে,
তাই তো আমার জীবন জাগে নতুন এক সৃষ্টিতে।
আপনার চোখের হাসি যেন চাঁদের ঐ জ্যোৎস্না,
যা রাতের আঁধারে মিশে দেয় নতুন এক ব্যঞ্জনা।

আপনার চোখের চাওয়া যেন আমার কবিতার সুর,
যা ভালোবাসার কথা বলে, বিষাদ করে দূর।
আপনার চোখে দেখতে পাই অজানা এক মায়া,
যেখানে আমি রেখে দিতে চাই আমার প্রেমের ছায়া।
আপনার চোখের চাহনি মুছে দেয় আমার ক্লান্তি,
পরম যত্নে পূর্ণতা পায় আমার সকল শান্তি।

আপনার চোখে শুনতে পাই এক শাশ্বত প্রেমের গান,
যা আমাকে টানে আপনার কাছে সর্বক্ষণ অবিরাম।
আপনার চোখের কথা যেন এক আকাশের মায়া,
যেখানে ছড়িয়ে আছে ভালোবাসার গভীর ছায়া।
আপনার চোখের ভাষা বুঝতে, হয়েছি আমি কবি,
আমার কবিতায় ফুটে উঠে আপনার প্রতিচ্ছবি।

আপনার চোখে লুকিয়ে আছে আমার সকল মুগ্ধতা,
আপনার চোখে হারাতে চাই আমার সকল মগ্নতা।
আপনার চোখের সৌন্দর্য ভাসে আমার সকল কল্পনায়,
আপনার চোখের বর্ণনা আসে আমার সকল জল্পনায়।
আপনার চোখের জ্যোতিতে আমি লিখব অসীম গদ্য,
আপনার চোখে পড়তে চাই আমি পূর্ণতার এক পদ্য।