ক্ষমতার লোভে পড়ে শোষণের জাল বুনে
ডেকে এনেছে নিজ ধ্বংস,
ইতিহাস আছে জানা করেছে এমন যারা
তাদের টেকেনি কোনো বংশ।
জাতি নেই ঘুমিয়ে ঘুমের তো ভাব ধরে
সময় মতো তারা জাগে,
গণজাগরণ দেখে শোষকের ভয় ধরে
তখন পালায় সবার আগে।
ফেরাউন, নমরূদ ছিল না তো দুর্বল
তবুও পারেনি তারা থাকতে,
জুলুমের শেষ আছে জালিমের ক্ষমা নেই
সত্যের কাছে হয় হারতে।
ক্ষমতা তো সীমিত, থাকে না যে চিরদিন
তবু তারা ক্ষমতায় বিভোর,
স্বাধীন এই ভূমিতে বীরদের ঘাঁটিতে
মিথ্যা হবে সব কবর।
নির্দোষ জেলে দিয়ে ঘর-বাড়ি ছাড়া করে
গুম করে রেখেছিলে কত!
ছেলে-মেয়ের হাহাকার বাবা-মা’র চিৎকার
গুলিই করেছো শত শত।
রাতে ভোট চুরি করে অধিকার কেড়ে নিয়ে
নিজেই তো হয়েছিলে রাজা,
সত্য চেপে ধরে কত ভালো মানুষের
অনায়াসে দিয়ে দিলে সাজা।
দেশের মানুষের কোটি টাকা লুট করে
ভিনদেশে করেছিলে পাচার,
ঘুষ আর দুর্নীতি করেছো চাঁদাবাজি
অন্যের কেড়ে নিলে আহার।
জাতি আজ বোকা নয় তাইতো জেগেছে
হেনেছে ভয়াল এক কবল,
সবকিছু মনে রেখো হিসাব তো দিতে হবে
এটাই যে কর্মের ফল।