কত ইবলিশ আছে বসে আউলিয়ারও বেশে
এরা যত কুকাজ করে আমার সোনার দেশে।
লেখাপড়া করে মানুষ ভালো মানুষ হয়,
এরা দেখি টাকার কাছে মানে পরাজয়।

কত স্বপ্ন করে লালন আমার দেশের ছেলে
বাবা-মায়ের ইচ্ছাপূরণ করবে চাকরি পেলে।
মেধা দিয়ে এগিয়ে যায় বিসিএসের হলে,
সেখানেও প্রশ্নফাঁসের আজব কাণ্ড চলে।

কোটি টাকা আছে যাদের তাদের চাকরি হয়
দুর্নীতির কাছে মেধার দৈনিক হচ্ছে ক্ষয়।
এসব তথ্য আমার না ভাই, দেশেরই দুর্নাম,
ইবলিশদের ধরে করো দেশেরই সুনাম।

গরীব ঘুমায় ছেঁড়া কাঁথায়, পায় না খেতে ভাত
ঐদিকে ভাই বাড়ি-গাড়ি করে ছেলে-বাপ।
নামাজ কালাম পড়ে অনেক খুবই ভালো লোক,
এখন সবাই জেনে গেছে তার পেটেই ভোগ।

এগুলো সব থামাও এখন সময় অনেক আছে
স্বপ্নবাজ মানুষদেরও স্বপ্নের মূল্য আছে।
বাবা-মায়ের ইচ্ছাপূরণ করবে সবে মিলে,
তাই দেখে শান্তি পাবে দেশের সকলে।