হুজুর হলে হাসা যায় না
বড় পাপ হবে যেন,
তাইতো পাঠা প্রশ্ন করে
হুজুর হয়ে হাসো কেন?
ঘরে হাসলে অমঙ্গল হবে
বাইরে হাসলে বেয়াদব,
রাস্তায় হাসলে শিক্ষা নাই
মসজিদে হাসলে নাই আদব।
আসল ব্যথা হাসিতে নয়
দাঁড়ি টুপি দেখলে তাদের জ্বলে,
কে বলে ভদ্র তাদের?
পাঠা তাদের বলে।
হুজুর হাসবে হুজুর কাঁদবে
তাতে কি যায় আসে,
যারা এসব নিন্দা করে
অন্তরে তাদের ঘা আছে।