আচ্ছা বলেন তো আমি কেমন?
: তুমি হিংসুটে।
কী আমি হিংসুটে! আজই বাপের বাড়ি চলে যাব।
: সেটাও পারবে না।।
কেন?
: কারণ তুমি হিংসুটে।
আবারও বললেন! অনেক রাগ করবো কিন্তু।
: তাও পারবে না।
কেন? কেন?
: কারণ তুমি হিংসুটে।
তিনবার বলে ফেললেন কিন্তু!!
: হুম। মনে আছে ঐদিন কি বলেছিলে?
কি বলেছিলাম?
: বলেছিলে অন্য কোনো মেয়ে আমার সাথে কথা বললে তোমার হিংসে হয়।
হুম বলেছিলাম। তো?
: তাই তুমি বাপের বাড়িও যেতে পারবে না। আমার সাথে রাগ করেও থাকতে পারবে না। কারণ এই সুযোগে যদি কোনো মেয়ে আমার সাথে কথা বলতে চলে আসে। তুমি এই সুযোগ কখনোই দিবে না, জানি আমি।
ওহহ আচ্ছা। তাই!
: হুম তাই।
আচ্ছা স্বীকার করলাম আমি হিংসুটে। আমি এমন হিংসুটেই থাকবো।
: হুম বউ।
শুধু বউ না।
: তাহলে?
হিংসুটে বউ।