হাসিমুখে কথা বলা নয় মোটে সাধারণ,
হাসিমুখে কথা বলা সুন্নতের উদাহরণ।
হাসিমুখে কথা বলে মন করা যায় জয়,
হাসিমুখে কথা বলো যতই অভিমান রয়।
হাসির মাঝে লুকিয়ে থাকে হৃদয় ভরা দয়া,
হাসি দিয়ে কেটে যায় অভিমানের ছায়া।
একটুখানি হাসলে তপ্ত হৃদয় শীতল হয়,
মনের ব্যথা কমে গিয়ে, মনটা ভালো রয়।
হাসিমুখে কথা বলা ছড়ায় শান্তির বারতা,
হাসিমুখের ভাষায় থাকে মিষ্টি মধুরতা।
হাসিমুখে আগত যদি কেহ দ্বারে আসে,
অভ্যর্থনায় মুখের হাসি শান্তি হয়ে ভাসে।
মক্কার রোদে পুড়ে সাহাবাদের ছিল যত ক্লান্তি,
নবীজীর হাসিমুখে কথা শুনে পেত সবে শান্তি।
যেমন ছিল রাসুলের সেই মহান স্বভাব,
চোখে তাঁর মায়া হাসি, মুখে শান্তির ভাব।
হাসির মাঝে লুকিয়ে আছে ভালোবাসার ঢেউ,
একটু হেসে কথা বলো, দূরে রবে না কেউ।
বন্ধু, স্বজন সবার সাথেই হাসিমুখে থেকো,
কঠোর ছাপ মুছে দিয়ে, ঠোঁটে হাসি রেখো।
সুন্নতকে আঁকড়ে ধরা হোক আমাদের নীতি,
হাসিমুখে কথা বলে হৃদয় হোক বেহেশতি।
বিচারের দিনে যখন আমলনামা উঠবে,
তখনও বেহেশতি সুবাস পেয়ে মুখে হাসি ফুটবে।