হালাল পথে করবো আয়
যদিও তা স্বল্প হয়,
তাতেও থাকবো রোজ খুশি
তবে কি তা মন্দ হয়?
হারাম যদি খেতে হয়
তার পূর্বে যেন মৃত্যু হয়,
তাতেও থাকবে খোদা খুশি
আমি হবো জান্নাতবাসী।
হারাম পথে করিয়া আয়
পাবো না শান্তি হায়,
থাকবো হয়তো অনেক সুখী
পরপারে যে হবো দুঃখী।
হালালের আছে অনেক দাম
হবো আমি সফলকাম,
তবুও আমি পারবো না ছুঁতে
হারাম নামের বিষপান।
অন্যের হক চুরি করে
পাবো না আমি জয়,
হাশরের মাঠে তার বিজয়
আমার হবে বিপর্যয়।