ঘুষের রাজ্য চলছে ভালো
নাই যে কোন ক্ষতি,
এক পলকে আজকের ফকির
কাল হয়ে যায় কোটিপতি।
আজকে দেখো যেই মানুষের
নাই যে কোন বাড়ি,
কিছুদিন পর তাকিয়ে দেখো
তার বহুতল বড় বাড়ি।
কোর্ট, টাই আর চশমা পড়ে
ভালো লোক তারা সাজে,
ঘুষ না পেলে মন বসে না
তার দরকারি কোনো কাজে।
ঘুষের টাকায় গাড়ি কিনে তারা
কত জমিদারি ভাব ধরে,
এক পলকেই দেশের বাইরে
গাড়ি-বাড়ি বহু করে।
আজব রাজ্য ঘুষের রাজ্য
খুবই জাদুময়,
তারা কি বুঝে না
এই কাজটি মোটেও ভালো নয়।
ঘুষ না পেলে হুশ থাকে না
কর্ম পায় না লোকে,
বেকার জীবন নিয়ে কতজন
কাঁদে দিন রাত্রি শোকে।
অফিস আদালত কিংবা থানায়
দেখো ঘুষ নিয়ে টানাটানি,
যাদের টাকায় প্রাসাদ বানায়
তাদের ঝরে চোখের পানি।
জমির কাজে যায় অফিসে
হয় না কোনো কাজ,
ঘুষ না দিলে কাজ করে না
নাই যে কোনো লাজ।
ঘুষ খেয়ে দেখো কত মন্ত্রী
হয় যে আজ আটক,
ঘুষের রাজ্য করে দেশটাকে
দেখো পালায় কত ঘাতক।
আজব রাজ্য ঘুষের রাজ্য
খুবই জাদুময়,
তারা কি বুঝে না
এই কাজটি মোটেও ভালো নয়।