ভালোবাসেন?
: কাকে?
আমাকে।
: কথা ছিল নাকি আপনাকে ভালোবাসার?
হুম।
: কবে কখন?
আপনি বলেছেন ফুল ভালোবাসেন..।
: হুম তো?
তাই আমাকেও ভালোবাসার কথা।
: কেন?
আমি স্বপ্নে দেখেছিলাম কেউ একজন আমাকে ফুল বলে ডেকেছে।
: সে তো অন্য কেউও হতে পারে।
কিন্তু সে তো বলেছিল সে এক কবি।
: অন্য কোনো কবি হয়তো!
আচ্ছা! চলে যাচ্ছি।
: কোথায়?
অন্য কবির কাছে?
: সে তো এখানেই..।
দেখতে পাচ্ছি নাতো..।
: ভালোবাসি!
কে বললো এই কথা?
: যে আপনাকে স্বপ্নে ফুল বলে ডেকেছে।
কে ডেকেছে?
: ফুলের কবি।