ফুলবাগানে এসো তুমি গুজে দেবো চুলে
পাপড়িগুলো যতন করে হাতে দেবো তুলে।
তোমার গন্ধে ফুলগুলো সব হবে সুবাসিত
ছড়িয়ে দিও তোমার সুবাস অসীম অবিরত।
ফুলগুলো যেন তোমার দিকে হাসে আর বলে
ফুল রমণী চলে এসো আমাদেরই দলে।
সাদা রঙের দন্ত দেখে ফুলেরাও হাসে
আমার মতো তারাও যে তোমায় ভালোবাসে।
বেলি ফুলের পাশে তোমায় লাগে বড় বেশ
তুমিহীনা তার গন্ধেও থাকে না যে রেশ।
কাঠগোলাপের পাতায় যেন তোমার ছবি ভাসে
তোমার ছোঁয়ায় তাদের মাঝে আমেজও জাগে।
গোলাপেরই রূপ যেন হায় তোমার ঠোঁটে ফুটে
তোমার ছায়া পেলে তারা নির্দ্বিধায় ছুটে।
বকুল যেন বেঁচে আছে তোমার কেশের গন্ধে
তাই তো তোমার আগমনে মাতওয়ারা আনন্দে।
ছোট্ট ফুলের মালা গেঁথে পড়াবো তোমার গলে
সুখের সৌরভ পড়বে যেন তোমার চোখের জলে।
আমার রাজ্যে বসাবো তোমায় ফুলের পাটি পেতে
হৃদয় মাঝে তোমারই ছবি রাখবো আমি গেঁথে।