আর কতকাল পাপে ডুবে থাকলে মন ভরবে?
আর কতদিন নামাজবিহীন ফজর কাটবে?
কখন তৃপ্তি মিটে যাবে হারাম আহারের মাঝে?
কখন বুকে শান্তি পাবে এই গুনাহর রাজ্যে?
হারাম সুরে গাওয়া গান কি সত্যি সুখের হয়?
নেশার পানীয় কি প্রশান্তি আনে হৃদয়ের গভীরে?
মিথ্যার চাদরে ঢাকা জীবন কবে বদলাবে?
রাতের আঁধারে পাপের নেশায় আর কত বিভোর থাকবে মন?
তুমি কি জানো ফেরেশতারা লিখছে প্রতিটি পাতা,
যেখানে নেই কোনো ভুল, নেই কোনো মিথ্যা?
আর কতবার আল্লাহর ডাক উপেক্ষা করবে?
আর কত আয়াত শুনলে তোমার হৃদয় গলবে?
ফজরের আলো ডাকছে তোমায়, 'ফিরে এসো,'
দুপুরের সূর্য যোহরে খুঁজছে তোমায়, 'ফিরে এসো,'
বিকেলের সেই চেনা সুরে ডাকছে তোমায়, 'ফিরে এসো,'
সন্ধ্যা নেমে এলো সব তার নিজস্ব ঘরে ফিরে, তুমি এখনো আসোনি!'
এইতো রাতের আঁধার এশা হয়ে ডাকছে তোমায়, 'ফিরে এসো।'
পবিত্র কালামের আয়াত কি কিছুই বলে না?
আগুনের উল্লাস কি হৃদয়ে কম্পন সৃষ্টি করে না?
দেখো পৃথিবীতে কেউ তোমার অপেক্ষায় নেই।
কিন্তু দেখো রব তোমার অপেক্ষায়, একটিবার ফিরে চাও।