দম ফুরালে বন্ধ হবে আমার দমের গাড়ি
এই জমিনে রেখে যাব সকল রঙের বাড়ি।
কেউ হবে না সাথী আমার চলে যাব একা
কত বন্ধু আছে আমার হবে না আর দেখা।
কত কষ্ট করলাম আমি এই দুনিয়ার বুকে
আশা ছিল থাকবো বেঁচে রবো অনেক সুখে।
সব কষ্টই বৃথা যাবে থাকবে শুধু আমল
আমল ছাড়া কবর ঘরে জ্বলবে আগুন কেবল।
এই দুনিয়ায় কত মানুষ ছিল অনেক আপন
নানান রঙের কাপড় ছেড়ে পরবো সাদা কাফন।
আপন ভেবে কতজনের ধরেছি দুই হাত
তাদের ছেড়ে কবর ঘরে কাটবে আঁধার রাত।
হাজার স্বপ্ন বুনেছিলাম এই দুনিয়ার মায়ায়
সব স্বপ্ন ভঙ্গ হবে মৃত্যু নামের ছায়ায়।
দম ফুরালে বন্ধ হবে আমার দমের গাড়ি
মায়ার ভুবন ছাড়তে হবে দিতে হবে পাড়ি।