পাশের দেশে বন্ধু বেশে
আছে দাদাবাবু,
কয়টি বছর তার কাছে
বাংলা ছিল কাবু।
আমার দেশে আছে বসে
চাটুকারের দল,
দাদাবাবুর পক্ষ নিয়ে
বাড়ায় তাদের বল।
পানি দিয়ে মানুষ মেরে
বন্ধু আবার সাজে,
শত্রুর মুখে বন্ধু শোনা
লাগে বড্ড বাজে!
আর হবে না, আর হবে না
দাদাবাবুর শোষণ,
বাংলা এবার সজাগ হলো
করবে সকল শোধন।