মানুষের উপর করলো জুলুম
জালিমের অপশক্তি,
ভাবলো সবাই পেতে হবে
তার হাত থেকে মুক্তি।
পুলিশের ছোড়া গুলির আঘাতে
শহীদ হলো মুগ্ধ,
দেশব্যাপী তাই ছড়িয়ে গেল
২৪-এর মহাযুদ্ধ।
ছাত্র-জনতা এক হয়ে
বেড়িয়ে পড়লো পথে,
ঐক্য হয়ে বললো সবাই
স্বাধীনতা হবে আনতে।
মিছিলের আওয়াজ ধ্বনিত হলো
সারা বাংলা জুড়ে,
শত প্রাণের বিনিময়ে এলো
২৪-এর স্বাধীনতা ঘরে।