বৃষ্টির রং লাল
-মো: মাহিম খান
এ শহরে আজ বৃষ্টি হচ্ছে
ঝুম বৃষ্টি-
না না এই বৃষ্টি অন্যদিনের বৃষ্টির মত নয়।
এই বৃষ্টির রং লাল।
এই বৃষ্টিতে নাকি মায়ের শরীর ভিজে না
এই বৃষ্টিতে নাকি বায়ু শীতল হয় না।
এই বৃষ্টিতে নাকি মৃত্তিকা ঠাণ্ডা হয় না।
কারণ-
ছেলের রক্তে মা ভিজে আছে,
প্রতিবাদের ভাষায় বায়ু অস্থির হয়ে আছে,
একেকটা যোদ্ধার দেহ মৃত্তিকায় পড়ে আছে।
সেদিনের বৃষ্টিতে কোনো ঘ্রাণ ছিল না।
তবে আজকের বৃষ্টিতে হঠাৎ ঘ্রাণ কেন!
সেদিনের বৃষ্টির কোনো ভাষা ছিল না।
অথচ আজকের বৃষ্টি কথা বলছে কেন!
সেদিনের বৃষ্টিতে কোনো চক্ষু ছিল না।
কিন্তু দেখো! আজকের বৃষ্টিতে অশ্রু কেন!
উত্তর খুঁজলে, আমি পাই যে-
আজকের বৃষ্টিতে টগবগে যুবকের রক্তের ঘ্রাণ,
আজকের বৃষ্টিতে শহীদের বজ্রকণ্ঠের বাণী,
আজকের বৃষ্টিতে ব্যথিত মাতার শোকের অশ্রু।
এমন বৃষ্টি আমি কখনো দেখিনি।
এমন বৃষ্টিতে কিশোরীরা ঐক্যবদ্ধ হয়নি।
এমন বৃষ্টিতে কান্নার আহাজারি আমি শুনিনি।
এ কেমন বৃষ্টি!
হঠাৎ দেখি বৃষ্টির রং লাল।