সকাল সকাল বৃষ্টি দেখে
খুশি হই কত!
বাসায় বসে দিন কাটাবো
খেলাধুলা যত।
যেতে হবে না স্কুলে আজ
আনন্দ লাগে বেশ,
খাবারদাবার হবে আরও
খুশির নেই তো শেষ।
ঐদিকে মায়ের বকাবকি
পড়তে বসি আগে,
বৃষ্টিতেও ছাড় হবে না
কাঁদি বাবার রাগে।
পড়া শেষে মাঠের দিকে
ছুটি দলে দলে,
কোন ফাঁকে যে দিন চলে যায়
টের পাই না বলে।