বন্যায় ভাসছে গ্রামের পর গ্রাম
ঘর-বাড়ি নেই, আছে শুধু স্বজনহারার ক্রন্দন।
মা হারিয়েছে কোলের শিশু,
ছেলে ছুটছে বৃদ্ধা মাকে নিয়ে,
গর্ভবতী বোনের আকাশ ভাঙা চিৎকার!
গর্ভে সন্তান রেখেই মায়ের হলো অবাক মৃত্যু
এই যেন নিঃস্ব পৃথিবীর নিস্তব্ধ আচরণ।

অবুঝ শিশুর চাহনিতে শুধুই অসহায়ত্বের ভাষা
ঢেউ চলেছে তার বুক পিষে
যেন একটু হলেই যাবে ভেসে!
কোথায় মা! কোথায় বাবা!
একটু বাঁচাও আপন ভেবে
এই যেন তার চোখের ভাষা!

শস্যে ভরা দেশটি গেল পানিতে ভরে
কোথায় গেল অবুঝ পশু
কোথায় বা কি করে!
গরীব বাবার চোখের পানি
কে দিবে তার ঠাঁই!
আমরা যত জোয়ান যুবক
চলো এগিয়ে যাই।