যাকে পেলে পাবে সস্তি তার সাথেই হবে দোস্তী।
সঙ্গ যদি ভালো হয়, সুফলটাও পূর্ণ হয়।
সৎ মানুষ পাও যদি বন্ধু বানাও তাড়াতাড়ি।
পাবে সুখ সবসময়, ভন্ড যদি না-ই হয়।
বন্ধু মানে ভালোবাসা, থাকে যদি সৎ আশা।
খুঁজে নিও বন্ধু তবে, ভালো মানুষ যদি হবে।
কান্না-হাসি সবই হবে বন্ধু যদি পাশে থাকে।
তুমিও থাকো তার পাশে, ছেড়ে যেওনা ভালোবেসে।
দুঃখ আসলে কাঁদবে সে ভালো বন্ধু হবে যে,
বসে থাকবে না সে হেসে পাশে থাকবে ভালোবেসে।
অসৎ পথে হাঁটে যে বন্ধু তবে হয় না সে।
বন্ধু বানাও যদি তারে, হারাবে সুখ চিরতরে।
সুখে দুঃখে পাশে রবে সে-ই তবে বন্ধু হবে।
সুখী হবে ইহকাল সফল হবে পরকাল।