বইয়ের ভাজে হারিয়ে যেতে
লাগে আমার বেশ,
পাতা উল্টিয়ে একটুখানি
পাই যে আমি রেশ।
সুখ-দুঃখ, আনন্দ আরও
সবি আছে তাতে,
পড়ার ফাঁকে মনে ভিতর
আমেজও জাগে।
দেহের খাদ্য ভাত ও রুটি
মনের খাদ্য কই?
খুঁজতে গিয়ে পাই যে আমি
নানান রকম বই।
বন্ধু ছাড়া জীবন যাবে
পাহাড় সমান দুঃখে,
সেই অভাব পূরণ করতে
বই রাখি বক্ষে।
কোথাও গিয়ে পাই না আমি
মনের মাঝে শান্তি,
বই পড়ার ফাঁকে আমার
দূর হয় ক্লান্তি।