মনের সুখে বই পড়ে যাই সকাল বিকাল রাতে
এমনি করে প্রেম হয়ে যায় বইয়ের ভাঁজের সাথে।
নতুন বইয়ের গন্ধ পেলে দূর হয়ে যায় ব্যথা
বইয়ের সাথে আলাপ করি কত নানান কথা।

বইয়ের সাথে গল্প করি সময় কাটে ভালো
বইয়ের ভাঁজেই লুকিয়ে আছে জীবনের সব আলো।
একাকীত্ব দূর হয়ে যায় বইয়ের সঙ্গ পেলে
বইয়ের মত এত আপন কোথায় পাবো গেলে?

বই আমাকে গল্প শেখায়, শেখায় কত গদ্য
ছন্দের তালে মন জুড়ানো শিখি আরও পদ্য।
বই আমাকে লিখতে শেখায়, বলতে শেখায় কথা
বইয়ের পাতায় জানতে পারি পৃথিবীর মূল যথা।

আমাকে সবাই ভুলতে পারে যেতে পারে রেখে
বই আমাকে সঙ্গ দিবে রাখবে আমায় দেখে।
তাই তো আমি বইয়ের সাথে প্রেমের কথা বলি
বইকে আমি আঁকড়ে ধরে নিত্য দিনে চলি।