খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া রাসুলের মত
আল্লাহর নামের শুরুতে আছে শান্তির পথ।
স্বাদ খুঁজে পাবে আহারে প্রতিটি দানার রসে
বরকত জমবে তাতে প্রতিটি লুকমায় মিশে।
খাওয়ার আগে নাম নিলে মহান রবের
শয়তান পায় না সুযোগ সে খাবারে অংশীদারের।
সেই খাবারে তৃপ্তি মেলে শান্তি আসে মনে
আদব শিখলে বরকত মেলে জীবনের প্রতিক্ষণে।
বিসমিল্লাহ বলে খাওয়া নবীর এক সুন্নত
রাসুলের পথেই আছে সর্বোত্তম বরকত।
বিসমিল্লাহ বলে খাবার খেলে দেহে প্রশান্তি রয়
সুন্নত পালনে সদা খোদার রহমত বর্ষিত হয়।
বিসমিল্লাহ বলে খাবার খেলে দূর হয়ে যায় ক্লান্তি
আল্লাহর নামেই রহমত আসে, থাকে যে তাতে শান্তি।
প্রভুর নামে শুরু করলে খাদ্য হয় রুহের খোরাক
নবীর এই শান্তির বাণী মুমিন হৃদয়ে ছড়াক।
বিসমিল্লাহ বলার মাঝে আছে রহমতের ঢেউ
আহারে তৃপ্তি মেটে যদি বিসমিল্লাহ বলে কেউ।
রিজিক হয়ে যায় পবিত্র আর হৃদয়ে নামে নূর,
বিসমিল্লাহ বলার মাঝেই আছে বরকতের সুর।
একটি সুন্নত মানলে সদা
জীবন হবে কল্যাণময়,
এসো আমরা বিসমিল্লাহ বলি
রিজিক হোক বরকতময়।