আজ শহরে-গ্রামে ছড়িয়ে পড়েছে বিকৃত গণমাধ্যম,
নয়কে ছয়, ছয়কে নয় করাই যেন তাদের কাজের উদ্যম।
সত্যকে চেপে রেখে, মিথ্যাকে টেনে তুলে এরাই করেছে অন্যায়,
অর্থের লোভে এরা কালোকে সাদা করে দেশকে ভাসায় বন্যায়।

সাধুকে বোকা করে চোরকে ভালো সাজায় সমাজের চোখে তারা,
ভালোরা সাজা পেয়ে খুনিরা পেয়ে যায় মুক্ত আকাশে ছাড়া।
মানুষকে ধোঁকা দিয়ে নেমে যায় তারা; মিথ্যা প্রচারের খেলায়,
কে কখন বিয়ে করে বউ সাজালো এসব খবরও তারা ছাপায়।

এরা ন্যায়ের পক্ষে ছাপে না খবর, হবে অল্প রুজি তাতে,
চোরের পক্ষে ছাপালে খবর, লক্ষ টাকার মালিক হয় একরাতে।
মুখের কথাকে পুঁজি করে তারা কাগজে লিখে অন্য কথা,
দেশের তরে করে না কিছু, এটাই জাতির সকলের ব্যথা।