বিচার চাই! বিচার চাই!
এই দেশেতে সব খু'নি'দের আমরা বিচার চাই।
স্বাধীনতা যারা কেড়ে নিল আমরা তাদের বিচার চাই।
যারা হেসেছে যুবক মে'রে' তাদের বিচার চাই।
যারা হেসেছে আ'গু'ন জ্বালিয়ে রাতের অন্ধকারে,
বো'মা বা'রু'দে হৈচৈ করে যারা হেসেছে ঘরে,
গু'লি' চালিয়ে মায়ের ছেলে কেড়ে নিল সেই যারা,
যাদের কারণে বৃদ্ধা মায়েরা হয়েছে ছেলে হারা,
যাদের কারণে হাজারো মানুষ পায়নি কোথাও ঠাঁই,
এই দেশেতে আমরা তাদের কঠোর বিচার চাই।
আমার বোনের শরীরে যারা করে দিয়েছে ক্ষত,
বোনের কাঁধে লাঠির আ'ঘা'ত করেছে ওরা কত!
সহজ সরল জনতা নিয়ে করেছে যারা খেলা,
হাসপাতালে করেছে যারা হাজারো লাশের মেলা,
রাজপথ যারা ভাসিয়ে দিল আমার ভাইয়ের র'ক্তে,
সেদিন যারা কথা বলেছে সেই খু'নি'দের পক্ষে,
আমরা যেন সেই খু'নি'দের সঠিক বিচার পাই,
জোরালো কণ্ঠে আমরা আজ তাদের বিচার চাই।
শিক্ষাঙ্গনে করেছে যারা আমার ভাইকে হ'ত্যা',
একের পর এক গুমের পেছনে ছিল যারা সেই কর্তা,
যাদের কারণে বাবার কাঁধে উঠেছে ছেলের লা'শ,
মায়ের কোলটি খালি করে যারা করেছে সর্বনাশ,
জেল জুলুমে হয়রানি করে, করেছে যারা ঠাট্টা,
যাদের কাছে অমৃত ছিল মানুষ মা'রা'র স্বাদটা,
বজ্রকণ্ঠে আমরা তাদের বিচার চেয়ে যাই,
এই দেশেতে এই পাপীদের আমরা বিচার চাই।