বন্যার জলে ভেসে গেল
কত শখের বাড়ি,
কষ্ট পেয়ে মারা গেল
গর্ভবতী নারী
আপন স্বজন কোথায় আছে
নাই যে কোনো খোঁজ,
পানির মাঝেই চলছে জীবন
ক্ষুদার্ত রয় রোজ।
কোলের শিশু অসহায় আজ
মায়ের চোখে পানি,
বাবার বুকে কষ্ট ভীষণ
দূর হবে না, তা জানি।
জমির ফসল সব হারিয়ে
সবার চোখে কান্না,
আমার দেশে আর না আসুক
এমন ভয়াবহ বন্যা।