ভোলার মাটি যেন হায় সোনার মত খাঁটি,
এ মাটিতে রয়েছে কত বীর যোদ্ধার ঘাঁটি।
মেঘনা-তেঁতুলিয়া গড়ে তুলে বাঁধ,
এই ভূমিতে মিশে আছে কত প্রাচীন প্রবাদ।
সবুজের সমারোহে গড়ে উঠা ভোলা অপরূপ,
নদীর তীর ধরে ছুটে চলা মানুষের কী দারুণ রূপ!
মাঠে-ঘাটে যখন ছড়িয়ে যায় সোনার ধান,
কৃষকের কন্ঠে তখন শোনা যায় কত আশার গান।

মাছ ধরা নৌকায় আছে জীবনের কত গল্প,
নদীর বুকে আঁকা জীবনচিত্র নয় তো খুব অল্প।
ইলিশের গন্ধে আমার ভোলা সারা দেশের শীর্ষে,
ইলিশ এলে জেলেরা ভাসে সুখের গভীর তীর্থে।
কিশোর-কিশোরীর স্বপ্ন মেশে মাঠের খেলাধুলায়,
যেখানে তারা বেড়ে উঠে প্রকৃতির অপরূপ মেলায়।
বৃক্ষের ছায়ায় বসে কাটে তাদের অবসর সময়
ভোলার মানুষ মাটির মানুষ দুঃখকে করে জয়।

সবুজে শস্যে ঘেরাও জেলা ভোলা আমার গর্ব,
অতিথি আপ্যায়নে সবার আগে থাকে তাদের কর্ম।
হিন্দু-মুসলিম নাই ভেদাভেদ, আমরা সবাই সমান,
একসাথে বাঁচি, একসাথে রাখি ভোলার মাটির মান।
মন খারাপে ভোলার মানুষ মনপুরাতে ছুটে,
কত অপরূপ নানান দৃশ্য ছোট্ট ভোলার বুকে।
শীতের দিনে খেজুর গাছে মিষ্টি রসের হাড়ি,
ধানের গন্ধে মেতে উঠে কৃষকের ঘর-বাড়ি।

ভোলার কত সাহসী মানুষ ছড়িয়েছে দেশে সৌরভ,
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল আমার ভোলার গৌরব।
মেঘনার পাড়ে গড়ে উঠেছে কত অপরূপ দৃশ্য
ভোলার বুকে জ্যাকব টাওয়ার দেখেছে পুরো বিশ্ব।
ভোলাই আমার মাতৃভূমি, ভোলাই আমার স্বপ্ন,
এই ভোলাতে লুকিয়ে আছে অমূল্য কত রত্ন!
সাগর, নদী আর মানুষে লাগে যে সুখের দোলা,
সকল জেলার সেরা আমার দ্বীপ জেলা ভোলা।