আপনি আমার সকাল বেলার প্রথম দেখা মানুষ হবেন,
আপনি আমার দিনের শুরুর হাসি মুখের প্রার্থক হবেন।
আপনি আমার চায়ের কাপের বিশুদ্ধ এক সঙ্গী হবেন,
আপনি আমার বিদায়ক্ষণে কপালে চুমু আঁকার শিল্পী হবেন।

আপনি আমার দুপুর বেলার তীব্র রোদে প্রশান্তির এক ছায়া হবেন,
আপনি আমার খাওয়া-দাওয়া খেয়াল রাখার যত্নশীল এক সঙ্গী হবেন।
আপনি আমার সময় মতো টিফিন করার শব্দহীন এক এলার্ম হবেন,
আপনি আমার বাড়ি ফেরার পথে সাবধান করার সিগনাল হবেন।

আপনি আমার বিকেল বেলার হাত ধরে হাঁটার একজন প্রিয় মানুষ হবেন,
আপনি আমার মাঠের ধারে গল্প করার সুস্পষ্ট এক কণ্ঠ হবেন।
আপনি আমায় লাল রঙের এক গোলাপ দেওয়ার ভীষণ প্রিয় মালি হবেন,
আপনি আমার হাত ধরে হাঁটার অতি আপন এক সঙ্গী হবেন।

আপনি আমার সন্ধ্যা বেলার মিষ্টি চাঁদের আলো হবেন,
আপনি আমার সন্ধ্যা রাতের তারা গোনার সাক্ষী হবেন।
আপনি আমার বেলকনিতে রবীন্দ্রনাথের গান শোনানোর গায়িকা হবেন,
আপনি আমার নিদ্রা যাওয়ার শেষ দেখা এক মানুষ হবেন।

আপনি হবেন বুকশেলের পবিত্র ঐ বইয়ের মতো।
যাকে ছেঁড়া যায় না, ফেলে রাখাও যায় না।
বইয়েরা যেমন ঘর সাজানোর অনেক সখের বস্তু হয়,
আপনি তেমনি আমার জীবন সাজানোর অমূল্য এক প্রাণ হবেন।
আপনি হবেন শাসন করার কঠিন রাগী বিচারকের মতো।
যার ভয়ে আমি সকল নিয়ম পালন করতে বাধ্য হবো।
বিচারকরা যেমন ভুলের শাস্তি যাবজ্জীবন করে,
আপনিও তেমন শাস্তিস্বরূপ যাবজ্জীবন করে রেখে দেওয়ার মানুষ হবেন।