ভালো বন্ধু চেনা যায় না
জন্মদিনের শুভেচ্ছায়,
ভালো বন্ধু দেখতে পাবে
মৃত্যুসাহিত বিছানায়।
ভালো বন্ধু নয়তো সে
সুখে থাকে সাথে,
ভালো বন্ধু তাকেই বলে
যে দুঃখে ধরে হাতে।
ভালো বন্ধু ভেবো না তাকে
তাচ্ছিল্য যে করে,
ভালো বন্ধু তাকেই ভাবো
যে তোমাকে বড় করে।
ভালো বন্ধু চিনতে শিখো
পস্তাবে নয়তো পরে,
ভালো বন্ধুর আড়ালে এখন
শত্রুও পাশে ঘুরে।