সবুজ-শস্যে মুখরিত আমার এই বাংলার মাটি
চলছে মিশন ভিনদেশীদের গড়তে সেথায় ঘাঁটি।
পাখিদের গান, কৃষকের গান এই বাংলার প্রাণ
আমরা কখনো হারাতে দেব না এই বাংলার মান।
মেঘলা আকাশে বৃষ্টি নাচে, ফসলি জমিতে ধান
এই খুশিতে কৃষকের মনে বেজে উঠে কত গান!
এমন সুখের ভূমিতে আমাদের আছে বড় মায়া
অথচ সেথায় শিকারি বসে আঁকছে নতুন ছায়া।
মাঝ নদীতে মাঝির গানে মাছেরা করে খেলা
ষড়ঋতুতে এই বাংলায় মিলে যে নানান মেলা।
জোয়ার-ভাটায় যাদের জীবন নিত্য বাঁচে মরে
তাদের মাটি কেড়ে নিতে তারা পায়তারা যায় করে।
রক্ত-ঘামে গড়ে ওঠা আমার এই বাংলার মাটি
সকল কিছুর ঊর্ধ্বে আমার এই বাংলাই খাঁটি।