নিজে দোষ করলে তবে
মনে হয় মন্দ না তা,
অপরের দোষ দেখিলে
ধরো খুব শক্ত করে।
নিজে ভুল করলে যখন
ঘুমে কি ছিলে তখন?
অপরের ভুল শুনিয়া
দিলে হাঁক করতে শোধন।
নিজে পাপ করলে কত
তার কি হিসেব আছে?
অপরের পাপ নিয়ে কেন
থাকো ভাই তার পিছেতে?
নিজের সুখ করে খতম
কাঁদো কেন কারো সুখে?
নিজে সুখ পাবে তখন
হিংসা করলে জখম।
নিজে ভাই হও যে শোধন
অপরের দোষ না ধরে,
নিজে পাপ করলে মোচন
সুখ আসবে তোমারও ঘরে।