হাত তুলিয়া তোমারই কাছে সবই আমি চাই
রহম করো হে রহমান! তোমারই পানা চাই।
তুমি আমায় দেওয়ার মালিক, তুমি আমার সব
কবুল করো হে দয়াময়! তুমিই আমার রব।

ঘুম ভাঙিলে সবারই আগে তোমারই কিতাব পড়ি
সারাদিনের ক্লান্তিতেও তোমারই জিকির করি।
ক্ষমা করো হে ক্ষমাশীল! আমি যে গুনাহগার,
কাল হাশরে পুলসিরাতে হই গো যেন পাড়।

মাফ করিয়া হেদায়েতের নূর ঢেলে দাও যদি
সকাল-সন্ধ্যা ইবাদতে রবো নিরবধি।
দয়া করো হে দয়াময়! আমায় দিও ঠাই
এই ধরাতে তুমি ছাড়া আপন কেউ যে নাই।