আপন করে কাঁদায় যেজন
আপন সে তো নয়,
আপন বলে আগলে রাখে
সেই তো আপন হয়।
আপন মানুষ ছেড়ে গেলে
কষ্ট ভীষণ হয়,
আপন মানুষ থাকলে পাশে
সব করা যায় জয়।
মুখে আপন বলে যেজন
অন্তরে তার ভিন্ন,
কর্মে আসল আপন যেজন
সে করে না ছিন্ন।
আপন চেনো রূপ দেখে নয়
আসল হলো কর্ম,
আপন হলে বুঝতে শেখো
আপনজনের মর্ম।