ইয়া রাসুলুল্লাহ(স.) আপনাকে আমি কতটা ভালোবাসি,
তা আমার রব জানেন।
আপনাকে কতটা পেতে চাই,
তাও আমার রব জানেন।
আমি আপনাকে ততটাই ভালোবাসি,
যতটা ভালোবাসা আল্লাহ আমার অন্তরে দিয়েছেন।
আমি আপনাকে ততটাই চাই,
যতটুকু চাইলে আপনার সাথে বেহেশত মিলবে।

ইয়া রাসুলুল্লাহ(স.) আমি আপনাকে ততটাই ভালোবাসি,
যতটা ভালোবাসলে আল্লাহ খুশি হন।
আমি আপনাকে ততটাই ভালোবাসি,
যা পৃথিবীর আর কাউকে বাসি না।
আপনাকে দেখার ইচ্ছেটাই বড় ইচ্ছে।
স্বপ্নজুড়ে কত পবিত্র কিছু দেখি
ইয়া রাসুলুল্লাহ(স.) আপনি দেখা দিয়েন।
আপনাকে দেখার ইচ্ছের কথা আল্লাহকে যত বলি,
আর কোনো ইচ্ছের কথা আল্লাহকে তত বলি না।

তীব্র খরায় জমির মাটিতে যেভাবে ফাটল সৃষ্টি হয়,
আবার রবের রহমতের বৃষ্টির ধারায়
যেভাবে সতেজ হয়ে উঠে ফাটল ধরা ভূমি,
আপনাকে না দেখার খরায় আমার হৃদয়ে ফাটল সৃষ্টি হয়েছে।
শীতল বৃষ্টির মতো রহমত হয়ে দেখা দিবেন ইয়া রাসুলুল্লাহ (স.)।
দূর করে দিন আমার অন্তরের ফাটল।
জড়িয়ে নিবেন আপনার সুপারিশ পাওয়া গোলামের দলে;
আপনাকে ভালোবাসি ইয়া রাসুলুল্লাহ (স.)।