তুমি ভালোবাসলে আমিও বাসতে পারি।
তুমি আগলে রাখলে আমিও থাকতে পারি।
তুমি কাছে আসলে আমিও এগোতে পারি।
তুমি যতন করলে আমিও ভালো থাকতে পারি।
তুমি গল্প শুনালে আমিও শুনতে পারি।
তুমি গান শুনালে আমিও শ্রোতা হতে পারি।
তুমি কবিতা লিখলে আমিও শব্দ হতে পারি।
তুমি ছন্দ সাজালে আমিও লয় হতে পারি।
তুমি ডাকলে আমিও সাড়া দিতে পারি।
তুমি হাত ধরলে আমিও হাঁটতে পারি।
তুমি পাশে আসলে আমিও পাশে থাকতে পারি।
তুমি ছায়া হলে আমিও আশ্রয় নিতে পারি।
তুমি কখনো আড়ালে যেও না,
দূরে থেকো না আমাকে রেখে।
পর করো না অভিমানী হয়ে,
আপন করেই থেকো পাশে।
স্পর্শে থেকো, অনুভবে থেকো।
মায়ায় থেকো, যতনে রেখো।