তোমার ঐ হাতের ছোঁয়ায়
ধরে একটি কলম,
হৃদয় থেকে শব্দ এনে
সাজাও মনের মতন।
ধবধবে ঐ সাদা পাতায়
চোখ বুলিয়ে নিও,
রক্তিম এক গোলাপ গেঁথে
আমায় চিঠি দিও।
কালো কেশ ছড়িয়ে দিয়ে
মুখে রেখো হাসি,
চিঠির মধ্যে লিখে দিও
তোমায় ভালোবাসি।
সহজ-সরল শব্দতে নয়
কঠিন বানানও দিও ফাঁকে,
ভালোবাসার গভীরতা বুকে
যেমন করে থাকে।
লেখা শেষে ভাজের মধ্যে
রেখো ঠোঁটের ছোঁয়া,
হাতে নিয়ে মুচকি হেসে
অনুভব করবো তা।
সুন্দর একটি খামে ভরে
বুকে জড়িয়ে নিও,
ভালোবাসার আঙিনা থেকে
আমায় চিঠি দিও।