আমার দেশের কৃষক তারা
রোদে পুড়ে খায়,
নিত্য দিনে দেশের তরে
ঘাম ঝরিয়ে যায়।
সোনায় গড়া মানুষ তারা
ঝড় বাদলেও টিকে,
সবুজ শস্যে দেশটাকে তারা
মাতিয়ে সদা রাখে।
সকালবেলা সবার আগে তারা
মাঠের দিকে ছুটে
ক্ষেতটি ভরে ফসল এলে
মুখে হাসি ফুটে।
ধানের দিনে ধান পাকিলে
গমের দিনে গম,
সবার মনে আনন্দ জাগে
হাসে সবে হরদম।
গরীব চাষীর মনে সদা
দুঃখেরা করে খেলা,
অল্প আয়ে সংসার চলে
কোনোরকমে কাটে বেলা।
বৃষ্টির দিনে খরের ঘরে
পরে পানির ফোঁটা,
চাল থাকিলে রান্না করে
নতুবা থাকে ভুখা।
আমার দেশের কৃষক তারা
দেখো না ছোট করে,
তাদের জন্যই আমরা তো আজ
খাই পেটটি ভরে।