আল্লাহ তোমার নামটি নিলে ভীষণ শান্তি লাগে,
সকল কাজের শুরুতে তোমার নামটি জপি আগে।
তোমার মধুর নাম জপিলে শীতল হয় যে প্রাণ
সকাল সন্ধ্যা তোমার নামেই গাই যে মধুর গান।

তুমি শ্রেষ্ঠ সবার চেয়ে, জগতে অসীম তোমার মান
শত পাপেও ক্ষমা করো তুমি, তুমি যে আর-রাহমান।
তোমার ক্ষুদ্র বান্দা আমি করি সদা তোমায় ভয়
তোমার কাছেই বারবার ফিরি তুমিই পরম করুণাময়।

তোমার সৃষ্টিতে ভরিয়ে দিলে আকাশ ও অরীম
তুমি অতিশয় মেহেরবান খোদা তুমি আর-রাহীম।
পৃথিবীতে শত সৃষ্টি আছে, তবু তোমার নেই শরিক
সকল কিছুর অধিপতি তুমি, তুমি আল-মালিক।

তুমি আল-কুদ্দুস, পবিত্রতম, নেই তোমার তুলনা,
তোমার নূরে পুরো বিশ্ব জাগে, মিটে যায় কালিমা।
পৃথিবীতে তুমি আমাদের দিলে পবিত্র এক কালাম
তুমিই আমাদের নিরাপত্তা দাও, তুমি আস-সালাম।

কত সুন্দর করে তুমি মাটি পানিতে সাজালে এই জমিন
একমাত্র তুমি সত্য ঘোষণা দাও, তুমি আল-মু'মিন।
তুমি সর্বদ্রষ্টা, সবকিছু দেখো, তোমার নজর অসীম,
সকল কিছুর রক্ষাকর্তা তুমি, হে আল-মুহাইমিন।

তুমি আল-আ'জীজ মহান তুমি, অশেষ শক্তির আধার,
তোমার ইচ্ছায় চলে সবকিছু, হোক সমুদ্র বা পাহাড়।
তুমি অতীব শক্তিশালী প্রভু, তুমি যে এক দুর্নিবার
তোমার সম কোনো শক্তি নেই, তুমি আল-জাব্বার।