কোনো এক বিকেলে আমাদের দেখা হোক;
নিরিবিলি পথে হেঁটে চলবো,
থাকবে না শহরের হৈ-হুল্লোড়,
আকাশে জমে থাকবে কিছু মেঘ,
কিছুক্ষণ পর বৃষ্টি নামুক।
রিমঝিম বৃষ্টিতে যখন সবাই আশ্রয় খুঁজবে,
তখন আমরা ধরবো হাত।
একাকি বয়ে যাওয়া পুরোটা পথ
ভিজবো দু'জন মিলে।।
কোনো এক বিকেলে আমাদের দেখা হোক;
যখন সন্ধ্যা থাকবে নিকটে,
পশ্চিমে ঢলে পড়ার প্রস্তুতি চলবে সূর্যের;
তখন শহরের হাওয়া গায়ে লাগিয়ে-
তুলে দেব তোমায় একগুচ্ছ ফুল।
ফুলের সুবাসে কিচিরমিচির ডাকে
হাসবে পাখিদের দল,
তোমার মুখে ফোঁটা হাসি দেখে
হাসবে আমার মন।।
কোনো এক বিকেলে আমাদের দেখা হোক;
কোনো এক বেঞ্চে আমাদের কথা হোক,
যে কথায় দূর হবে সব ক্লান্তি,
দু'জনে পাবো পরম এক শ্রান্তি।
মনের সকল ব্যথা ঘুচিয়ে
ফিরবো আবার নীড়ে,
স্মৃতিগুলো সব জমবে তবে প্রণয়েরই ভিড়ে।
▪️এক বিকেলে
কথা: Md Mahim Khan