বাবার কাছে ছোট্ট ছেলে
করে আজব প্রশ্ন,
তাহা শুনে মাঝে মাঝে
বাবা হন বিতৃষ্ণ।
হাত ধরিয়া হাঁটার পথে
হাঁসগুলো সে দেখে,
বলে, 'আচ্ছা বাবা! হাঁসগুলো
কেন_ এমন করে ডাকে?
ফেরার পথে গাড়ির চাকা
আসে তার নজরে,
বলে, 'আচ্ছা বাবা! চাকাগুলো
এমন কেন ঘুরে?
আমগুলো কেন ঝুলে আছে?
মাটিতে কেন পরে না?
গরুর ছানা হাম্বা বলে,
আর কিছু কেন বলে না?
আমি যখন যেথায় চলি
সাথে_ চাঁদটা কেন আসে?
তারাগুলো কেমন করে
আকাশ মাঝে ভাসে?
পাখিগুলো উড়ে আসে
গাড়িতে কি চড়ে না?
মোরগগুলো খালি পায়ে
জুতা কেন পরে না?
বাবা যখন চুপ থেকে
দেয় না কোনো জবাব,
ছোট্ট ছেলে কান্না করে
এই তো তাদের স্বভাব।