আজব দেশে বাস করি ভাই
ন্যায্য বিচার নাই,
হরতাল ডেকে বলতে হয় যে
আমরা বিচার চাই।
আজব দেশে বাস করি ভাই
সভ্য মানুষ কম,
স্রোতের তালে গা ভাসিয়ে
অসভ্যতা চলছে হরদম।
আজব দেশে বাস করি ভাই
নাই যে সঠিক নীতি,
অন্যের ক্ষতি করে দেশে
চলছে মিথ্যা রাজনীতি।
আজব দেশে বাস করি ভাই
নির্দোষী থাকে জেলে,
প্রতারক আর চাঁদাবাজ লোক
জনগণ নিয়ে খেলে।